Bangla Mixed Album
বলবো না দুঃখ নেই | Bolbo Na Dukkho Nei - Nakib Khan | Lyrics
#Song: Bolbona Dukkho Nai
#Artist: Nakib Khan
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke jay
#Lyrics -
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
এখন আমার আর কোন চাওয়া নেই
ব্যাথার সাগর মরুভূমিতে
এখন আমার আর কোন চাওয়া নেই
ব্যাথার সাগর মরুভূমিতে
এভাবে পথও চলা
কথা বলা নিজের সাথে
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
অযাচিত কিছু ভাবনা এসে
ভাবায় আমায় কেনো জানি নিমিষে
অযাচিত কিছু ভাবনা এসে
ভাবায় আমায় কেনো জানি নিমিষে
অভিযোগ নেই বলবো না
সব আছে বুকেরই মাঝে
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
Posted: Monday, July 15, 2019
#Artist: Nakib Khan
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke jay
#Lyrics -
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
এখন আমার আর কোন চাওয়া নেই
ব্যাথার সাগর মরুভূমিতে
এখন আমার আর কোন চাওয়া নেই
ব্যাথার সাগর মরুভূমিতে
এভাবে পথও চলা
কথা বলা নিজের সাথে
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
অযাচিত কিছু ভাবনা এসে
ভাবায় আমায় কেনো জানি নিমিষে
অযাচিত কিছু ভাবনা এসে
ভাবায় আমায় কেনো জানি নিমিষে
অভিযোগ নেই বলবো না
সব আছে বুকেরই মাঝে
এই একা বেঁচে আছি
বলবো না কোন দুঃখ নাই
শুধু অন্ধকার এক জীবন
আর কিছু নেই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)