Bangla Mixed Album
মোহ | Moho (Keno Tumi Kisher Ashate) - Abir | Lyrics
#Song: Moho (Keno Tumi Kisher Ashate)
#Artist: Abir
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke Jay
#Lyrics -
কেনো তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে
ভুল কথা ছিল যে বাঁধা
সে কথা যাও নি বলে
যেখানে সুখের বসবাস
কাকে আজ নিয়েছ টেনে
আমি আজ নই যে তোমার
সে কথা গিয়েছি জেনে
কেনো তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে
ভুল কথা ছিল যে বাঁধা
সে কথা যাও নি বলে
তবুও আশায় বাঁধা এ বুক
একদিন আসবে ফিরে
আসে ঝড় করে তোলপাড়
আমারও হৃদয় নীড়ে
কেনো তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে
ভুল কথা ছিল যে বাঁধা
সে কথা যাও নি বলে
Posted: Monday, July 15, 2019
#Artist: Abir
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke Jay
#Lyrics -
কেনো তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে
ভুল কথা ছিল যে বাঁধা
সে কথা যাও নি বলে
যেখানে সুখের বসবাস
কাকে আজ নিয়েছ টেনে
আমি আজ নই যে তোমার
সে কথা গিয়েছি জেনে
কেনো তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে
ভুল কথা ছিল যে বাঁধা
সে কথা যাও নি বলে
তবুও আশায় বাঁধা এ বুক
একদিন আসবে ফিরে
আসে ঝড় করে তোলপাড়
আমারও হৃদয় নীড়ে
কেনো তুমি কিসের আশাতে
কোন মোহে গেছ যে চলে
ভুল কথা ছিল যে বাঁধা
সে কথা যাও নি বলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)