LRB | AB

আসলে কেউ সুখী নয় | Ashole Keu Shukhi Noy - Ayub Bachchu | Lyrics

#Song: Ashole Keu Shukhi Noy
#Artist: Ayub Bacchu
#Band: LRB
#Lyrics -

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাঁদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়

Posted: Wednesday, July 10, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)