LRB | AB
স্মৃতি নিয়ে | Sriti Niye - Ayub Bachchu | Lyrics
#Song: Smriti Niye
#Artist: Ayub Bachchu
#Lyrics: Hossain Imam
#Tune: Ayub Bachchu
#Album: LRB 2 | Ferari Mon [Unplugged] (1996)
#Band: LRB
#Lyrics -
স্মৃতি নিয়ে | লিরিক্স -
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
বুঝেও বুঝলো না
শুনেও শুনলো না
এই মনে কত ব্যাথা
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার
মনে রেখো আমাকে
সারাদিন সারাবেলা
ভুলে কভু যেও না
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
Posted: Wednesday, July 10, 2019
#Band: LRB
#Lyrics -
স্মৃতি নিয়ে | লিরিক্স -
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
বুঝেও বুঝলো না
শুনেও শুনলো না
এই মনে কত ব্যাথা
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার
মনে রেখো আমাকে
সারাদিন সারাবেলা
ভুলে কভু যেও না
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
শালালালালালা শালালালালল্লা
শালালালালা লালালালালা লালাল্লাললারালালা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)