Bangla Mixed Album
চাদ জাগা এই রাতে | Chad Jaga Ei Raate - Tipu | Lyrics
#Song: Chad Jaga Ei Raate
#Artist: Tipu
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
চাঁদ জাগা এই রাতে
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়
চাঁদ জাগা এই রাতে
চোখের কোণে বরষার মেঘ
ভুলে যেতে চাই নিজেকে জ্বেলে
হৃহয় আমার শুন্য করে
গেছো যে চলে কিছু না বলে
নিঃসীম আধার শুধু থেকে যায়
তবুও এখন আমি ভাবছি তোমায়
চাঁদ জাগা এই রাতে
অকারণ কারণের জন্য তুমি
গেছো বহুদূর আরো দূরেতে
মেঘের ছায়ায় ঢেকেছো জীবন
তাঁরা ভরা রাত নিয়েছো সাথে
আশার নগর মন তবু একে যায়
কত নিরুপায় আমি কত নিরুপায়
চাঁদ জাগা এই রাতে
চাঁদ জাগা এই রাতে
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়
চাঁদ জাগা এই রাতে
Posted: Tuesday, July 16, 2019
#Artist: Tipu
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়
চাঁদ জাগা এই রাতে
চোখের কোণে বরষার মেঘ
ভুলে যেতে চাই নিজেকে জ্বেলে
হৃহয় আমার শুন্য করে
গেছো যে চলে কিছু না বলে
নিঃসীম আধার শুধু থেকে যায়
তবুও এখন আমি ভাবছি তোমায়
চাঁদ জাগা এই রাতে
অকারণ কারণের জন্য তুমি
গেছো বহুদূর আরো দূরেতে
মেঘের ছায়ায় ঢেকেছো জীবন
তাঁরা ভরা রাত নিয়েছো সাথে
আশার নগর মন তবু একে যায়
কত নিরুপায় আমি কত নিরুপায়
চাঁদ জাগা এই রাতে
চাঁদ জাগা এই রাতে
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়
চাঁদ জাগা এই রাতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)