Bangla Mixed Album
কোথায় হারালে | Kothay Harale - Babna | Lyrics
#Song: Kothay Harale
#Artist: Babna
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
আমি কষ্টের প্রান্ত ছুঁয়ে
বহতা তিতিরেই থেকেছি
শিশিরে ঘুম ভাঙা অধরে
তোমাকে নীরবে খুঁজেছি
দুচোখে হারানো হাহাকার
পুরোনো এই বুকে জ্বলে রয়
পুরোনো এই বুকে জ্বলে রয়
শুধুই হাহাকার
কোথায় তুমি আজ হারালে
কোথায় তুমি আজ হারালে
কোথায়
মৌনতা ঘিরে থাক
আমাকে সারাদিন সারাক্ষন
শুভ্রতা নীলিমায়
এঁকেছে হৃদয়েরই ক্ষরণ
জীবনে নেই সুখ আমার
দুচোখে হারানো হাহাকার
পুরোনো এই বুকে জ্বলে রয়
পুরোনো এই বুকে জ্বলে রয়
শুধুই হাহাকার
কোথায় তুমি আজ হারালে
কোথায় তুমি আজ হারালে
কোথায়
বিষন্নতা জুড়ে থাক
আমাকে ঢেকে যাক ছুঁয়ে যাক
নীরবতা জুড়ে থাক
এ আমার দুচোখের অধিকার
জীবনে নেই সুখ আমার
দুচোখে হারানো হাহাকার
পুরোনো এই বুকে জ্বলে রয়
পুরোনো এই বুকে জ্বলে রয়
শুধুই হাহাকার
কোথায় তুমি আজ হারালে
কোথায় তুমি আজ হারালে
কোথায়
Posted: Tuesday, July 16, 2019
#Artist: Babna
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
আমি কষ্টের প্রান্ত ছুঁয়ে
বহতা তিতিরেই থেকেছি
শিশিরে ঘুম ভাঙা অধরে
তোমাকে নীরবে খুঁজেছি
দুচোখে হারানো হাহাকার
পুরোনো এই বুকে জ্বলে রয়
পুরোনো এই বুকে জ্বলে রয়
শুধুই হাহাকার
কোথায় তুমি আজ হারালে
কোথায় তুমি আজ হারালে
কোথায়
মৌনতা ঘিরে থাক
আমাকে সারাদিন সারাক্ষন
শুভ্রতা নীলিমায়
এঁকেছে হৃদয়েরই ক্ষরণ
জীবনে নেই সুখ আমার
দুচোখে হারানো হাহাকার
পুরোনো এই বুকে জ্বলে রয়
পুরোনো এই বুকে জ্বলে রয়
শুধুই হাহাকার
কোথায় তুমি আজ হারালে
কোথায় তুমি আজ হারালে
কোথায়
বিষন্নতা জুড়ে থাক
আমাকে ঢেকে যাক ছুঁয়ে যাক
নীরবতা জুড়ে থাক
এ আমার দুচোখের অধিকার
জীবনে নেই সুখ আমার
দুচোখে হারানো হাহাকার
পুরোনো এই বুকে জ্বলে রয়
পুরোনো এই বুকে জ্বলে রয়
শুধুই হাহাকার
কোথায় তুমি আজ হারালে
কোথায় তুমি আজ হারালে
কোথায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)