LRB | AB

এই শহর এখন ঘুমিয়ে | Ei Shohor Ekhon Ghumiye - Ayub Bachchu | Lyrics

#Song: Ai Shohor Akhon Ghumiye
#Artist: Ayub Bacchu
#Album: Prem Tumi Ki
#Lyrics -

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই

শুধু জেগে আছি আমি
আর জেগে আছো তুমি
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ

শুধু জেগে আছি আমি
আর জেগে আছো তুমি
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই

পুরনো চিঠি পড়ে কেটে যায় রাত আমার
পুরনো স্মৃতি ভেবে কেটে যায় রাত তোমার
রাতের ঐ নিরবতা থেমে যায় সব কথা
ঘুমে থাকে জীবনের ব্যস্ততা

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই

গীটারে সুর তুলে কেটে যায় রাত আমার
রুমালে ফুল তুলে কেটে যায় রাত তোমার
গল্পের বই পড়ে কখন যে একা করে
ফুরিয়ে যায় ঐ চাদের আলো

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই

শুধু জেগে আছি আমি
আর জেগে আছো তুমি
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ

শুধু জেগে আছি আমি
আর জেগে আছো তুমি
জেগে আছে দূরের ঐ রুপালী চাঁদ

এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই

Posted: Tuesday, July 16, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)