Bangla Mixed Album
দূরে আছি এই ভালো | Dure Achi Ei Valo - Azam Khan | Lyrics
#Song: Dure Achi Ai Valo
#Artist: Azam Khan
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke jay
#Lyrics -
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
অনেকটা পথ একসাথে চলেছি
বুঝেছি শুনতে হবে ভাঙনের গান
মানিয়ে নেয়ার শত চেষ্টা করেও
পাল্টে গেছে জীবনের অভিধান
আমার আর্তনাদ আমারই থাক
নাইবা তোমার থাকি কাছাকাছি
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
আমার সুখে যদি তোমার অসুখ
চাইনা কাছে থেকে আমি সেই সুখ
বিষাদ গাঁথা দূর থেকে এঁকে যাই
একটু কষ্টে তাই শুধু ভয় পাই
আমার আর্তনাদ আমারই থাক
নাইবা তোমার থাকি কাছাকাছি
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
Posted: Monday, July 15, 2019
#Artist: Azam Khan
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke jay
#Lyrics -
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
অনেকটা পথ একসাথে চলেছি
বুঝেছি শুনতে হবে ভাঙনের গান
মানিয়ে নেয়ার শত চেষ্টা করেও
পাল্টে গেছে জীবনের অভিধান
আমার আর্তনাদ আমারই থাক
নাইবা তোমার থাকি কাছাকাছি
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
আমার সুখে যদি তোমার অসুখ
চাইনা কাছে থেকে আমি সেই সুখ
বিষাদ গাঁথা দূর থেকে এঁকে যাই
একটু কষ্টে তাই শুধু ভয় পাই
আমার আর্তনাদ আমারই থাক
নাইবা তোমার থাকি কাছাকাছি
কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো
এইতো বেশ ভালো আছি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)