Bangla Mixed Album
প্রথম প্রেমের স্মৃতি | Prothom Premer Sriti - Tipu | Lyrics
#Song: Prothm Premer Smriti
#Artist: Tipu
#Composer: Prince Mahmud
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভুলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
যে ভালোবাসে জানে তার কি ব্যাথা
প্রনয়ের ঝড়ে ভাঙ্গে কেনো দেওয়া কথা
দুঃস্বপ্ন কেনো স্বপ্নেরা হয়
মনে ভাঙলে তাই মনে আসে ভয়
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভুলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
চারিদিকে নিরবতা কেনো নেমে আসে
সুখ দূরে গিয়ে আসে দুঃখরা পাশে
কেনো তবে প্রেম যে শুধুই কাঁদায়
হৃদয়কে ঢেকে দেয় শুধু কুয়াশা
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভুলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
Posted: Monday, July 15, 2019
#Artist: Tipu
#Composer: Prince Mahmud
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভুলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
যে ভালোবাসে জানে তার কি ব্যাথা
প্রনয়ের ঝড়ে ভাঙ্গে কেনো দেওয়া কথা
দুঃস্বপ্ন কেনো স্বপ্নেরা হয়
মনে ভাঙলে তাই মনে আসে ভয়
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভুলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
চারিদিকে নিরবতা কেনো নেমে আসে
সুখ দূরে গিয়ে আসে দুঃখরা পাশে
কেনো তবে প্রেম যে শুধুই কাঁদায়
হৃদয়কে ঢেকে দেয় শুধু কুয়াশা
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভুলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)