ARK | Hasan
একাকী প্রহর Ekaki Prohor - Hasan | Lyrics
#Song: Ekaki Prohor
#Artist: Hasan
#Album: Meye
#Band: ARK
#Lyrics -
মায়াবী এ রাতে ঘুমিয়ে আছে সবাই
জোনাকীরা জ্বেলে আলো বিলিয়ে যায়
একাকী এ প্রহর যেন নিশ্চুপ নীরবতায়
চেনা কন্ঠ ঐ দূরে ভেসে যে যায়
অবিরত আহবান
কি নেশা সেই সুরে অনুভূতি এই আমার
হৃদয়ের মোহনায় নিয়ে চলেছে
অচিন এক প্রান্তরে আঁধারের ডাক শুনি
অজানার হাতছানি ক্ষত গভীরে নিবিড়ে
তারার মেলায় খুঁজে আমি তোমায় পেয়েছি
অন্ধ কি যে মোহে আমি ছুটে চলেছি
কষ্ট যত ছিল নিরবে তা সয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে
একাকী এ প্রহর
যেন নিশ্চুপ নীরবতায়
অন্য ভুবনে
শুধু দুজনায় এই নিরালায়
তোমারই দুচোখে কিসের মায়া
নীরবে তবু এ হৃদয়
যেন কিসেরও আশায়
তারার মেলায় খুঁজে আমি তোমায় পেয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে
মায়াবী এ রাতে ঘুমিয়ে আছে সবাই
জোনাকীরা জ্বেলে আলো বিলিয়ে যায়
একাকী এ প্রহর যেন নিশ্চুপ নীরবতায়
চেনা কন্ঠ ঐ দূরে ভেসে যে যায়
অবিরত আহবান
কি নেশা সেই সুরে অনুভূতি এই আমার
হৃদয়ের মোহনায় নিয়ে চলেছে
অচিন এক প্রান্তরে আঁধারের ডাক শুনি
অজানার হাতছানি ক্ষত গভীরে নিবিড়ে
তারার মেলায় খুঁজে আমি তোমায় পেয়েছি
অন্ধ কি যে মোহে আমি ছুটে চলেছি
কষ্ট যত ছিল নিরবে তা সয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে
একাকী এ প্রহর
যেন নিশ্চুপ নীরবতায়
Posted: Saturday, July 13, 2019
#Artist: Hasan
#Album: Meye
#Band: ARK
#Lyrics -
মায়াবী এ রাতে ঘুমিয়ে আছে সবাই
জোনাকীরা জ্বেলে আলো বিলিয়ে যায়
একাকী এ প্রহর যেন নিশ্চুপ নীরবতায়
চেনা কন্ঠ ঐ দূরে ভেসে যে যায়
অবিরত আহবান
কি নেশা সেই সুরে অনুভূতি এই আমার
হৃদয়ের মোহনায় নিয়ে চলেছে
অচিন এক প্রান্তরে আঁধারের ডাক শুনি
অজানার হাতছানি ক্ষত গভীরে নিবিড়ে
তারার মেলায় খুঁজে আমি তোমায় পেয়েছি
অন্ধ কি যে মোহে আমি ছুটে চলেছি
কষ্ট যত ছিল নিরবে তা সয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে
একাকী এ প্রহর
যেন নিশ্চুপ নীরবতায়
অন্য ভুবনে
শুধু দুজনায় এই নিরালায়
তোমারই দুচোখে কিসের মায়া
নীরবে তবু এ হৃদয়
যেন কিসেরও আশায়
তারার মেলায় খুঁজে আমি তোমায় পেয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে
মায়াবী এ রাতে ঘুমিয়ে আছে সবাই
জোনাকীরা জ্বেলে আলো বিলিয়ে যায়
একাকী এ প্রহর যেন নিশ্চুপ নীরবতায়
চেনা কন্ঠ ঐ দূরে ভেসে যে যায়
অবিরত আহবান
কি নেশা সেই সুরে অনুভূতি এই আমার
হৃদয়ের মোহনায় নিয়ে চলেছে
অচিন এক প্রান্তরে আঁধারের ডাক শুনি
অজানার হাতছানি ক্ষত গভীরে নিবিড়ে
তারার মেলায় খুঁজে আমি তোমায় পেয়েছি
অন্ধ কি যে মোহে আমি ছুটে চলেছি
কষ্ট যত ছিল নিরবে তা সয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে
একাকী এ প্রহর
যেন নিশ্চুপ নীরবতায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)