ARK | Hasan
অভিমান নয় | Oviman Noy - Hasan | Lyrics
#Song: Obhiman Noi
#Artist: Hasan
#Album: Jonmovumi
#Band: ARK
#Lyrics -
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
কতটা এই আমায় আশা হত করে
তুমি সুখ খুজে পাও আনমনে নীরবে
কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয়
ফিরে পাবে চেতনায়
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
জানিনা কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে
যন্ত্রণা কেনো সঙ্গী হয়ে রয়
এই আমায় ঘিরে অশুভ প্রহর হয়ে
সঙ্গিনী তুমি কি তবু সুখী আনমনে নীরবে
কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয়
ফিরে পাবে চেতনায়
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়
Posted: Saturday, July 13, 2019
#Artist: Hasan
#Album: Jonmovumi
#Band: ARK
#Lyrics -
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
কতটা এই আমায় আশা হত করে
তুমি সুখ খুজে পাও আনমনে নীরবে
কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয়
ফিরে পাবে চেতনায়
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
জানিনা কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে
যন্ত্রণা কেনো সঙ্গী হয়ে রয়
এই আমায় ঘিরে অশুভ প্রহর হয়ে
সঙ্গিনী তুমি কি তবু সুখী আনমনে নীরবে
কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয়
ফিরে পাবে চেতনায়
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)