ARK | Hasan
কান্নায় ভেঙ্গে পরেছিলাম | Kannay Venge Porechilam - Hasan | Lyrics
#Song: Kannay Venge Porechilam
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Baro Mash
#Lyrics -
অবাক বিশ্ময়ে
হতবাক এই নরম হৃদয়ে
এসেছিলো এক ঝড়
দমকা কালবোশেখী হয়ে
ভেবে দেখো সে ঝড় কতটা কষ্টকর
তার কাছে যে কোনদিন
ভাবেনি যায় ভেঙ্গে বাঁধা ঘর
ঘটনার আকষ্মিকতায় চোখে অন্ধকার
দেখার অভিজ্ঞতায় আমি ডুবেছিলাম
আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম
যখন জানলাম আমার প্রেম
তুমি করেছো নিলাম, করেছো নিলাম
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Baro Mash
#Lyrics -
হতবাক এই নরম হৃদয়ে
এসেছিলো এক ঝড়
দমকা কালবোশেখী হয়ে
ভেবে দেখো সে ঝড় কতটা কষ্টকর
তার কাছে যে কোনদিন
ভাবেনি যায় ভেঙ্গে বাঁধা ঘর
ঘটনার আকষ্মিকতায় চোখে অন্ধকার
দেখার অভিজ্ঞতায় আমি ডুবেছিলাম
আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম
যখন জানলাম আমার প্রেম
তুমি করেছো নিলাম, করেছো নিলাম
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)