Asif

ও পাষাণী | O Pashani - Asif | Lyrics

#Song: O Pashani
#Artist: Asif
#Album: Tumi Shukhi Hou
#Lyrics -

এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম
ভালোবেসে কি পেলাম

ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি

স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায়

ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি

এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম
ভালোবেসে কি পেলাম

পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
কেনো ভুলেছো আমাকে
আমি ভুলিনি তোমায়
ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি

Posted: Thursday, July 11, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)