Tahsan
রোদেলা দুপুর | Rodela Dupur - Mithila & Tahsan | Lyrics
#Song: Rodela Dupur
#Artist: Mithila & Tahsan
#Album: The Hit Album
#Lyrics -
রোদেলা দুপুরে ক্লান্ত শরিরে
হেটে আসা বহুদুর
দুঃখকে ভুলে হাতে হাত তুলে
গেয়ে যাওয়া প্রিয় সুর
দূরে আরও দূরে হারিয়ে চলো
মেঘেদের ছায়া তলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে
দূরে আরও দূরে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে
টুপ টাপ ঝুপ করে এ রাতের শেষে
চুপচাপ ঘুমপরীদের দেশে
হঠাৎ সুখগুলো এলো স্বপ্ন দেশে
Posted: Saturday, July 13, 2019
#Artist: Mithila & Tahsan
#Album: The Hit Album
#Lyrics -
রোদেলা দুপুরে ক্লান্ত শরিরে
হেটে আসা বহুদুর
দুঃখকে ভুলে হাতে হাত তুলে
গেয়ে যাওয়া প্রিয় সুর
দূরে আরও দূরে হারিয়ে চলো
মেঘেদের ছায়া তলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে
দূরে আরও দূরে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে
টুপ টাপ ঝুপ করে এ রাতের শেষে
চুপচাপ ঘুমপরীদের দেশে
হঠাৎ সুখগুলো এলো স্বপ্ন দেশে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)