ARBOVIRUS

স্বপ্নাদিষ্ট | Shopnadisto - Arbovirus | Lyrics

#Song: Shopnadisto
#Album: Lokayot [Band Mixed]
#Band: ARBOVIRUS
#Lyrics -

নীল আকাশে একা উড়ে যাই
তোমার ছকে বাঁধা স্মৃতিগুলো
একা সে দুপুর, মেঘের শহর পেয়ে
ছুটে হারায় তোমার কৈশোর
মেঘের পরে মেঘের সময়
গেছে সরে আঁধারে শহর
আর একা একা আছে মিশে
তোমার কৈশোর
তোমার ভয়ের বারণ ভেঙে কোথায়
হারায় স্বপ্নগুলো রঙ্গের ঊর্ধতায়

নেমে আসা অন্ধকারে
ভেসে আসে তোমার কৈশোর
তোমার ঘুরে অঢেল শহর
ভেসে উড়ে যায় স্মৃতির রুদ্ধযোগ
তোমার ক্লান্ত সময়গুলো আজো ছকে বাঁধা
ফ্যাকাশে রোদে পরে থাকে আজো স্মৃতিসব
তোমার ভয়ের বারণ ভেঙে কোথায়
হারায় স্বপ্নগুলো রঙ্গের ঊর্ধতায়

অন্ধ করে শেষে থেমেছে স্মৃতি শহর
থমকে গেছে তোমার কৈশোর
কেনো হারায়! কেনো হারায়!
মেঘের পরে মেঘের সময়
গেছে সরে আঁধারে শহর
আবার একাএকা আছে মিশে
তোমার কৈশোর
তোমার ভয়ের বারণ ভেঙে কোথায়
হারায় স্বপ্নগুলো রোদের ঊর্ধতায়

Posted: Friday, July 26, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)