Balam
বৃষ্টি ঝরা বর্ষা দিনে | Brishti Jhora Borsha Dine - Balam | Lyrics
#Song: Brishti Jhora Borsha Dine
#Artist: Balam
#Album: Vol. 3 Balam
#Lyrics -
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
সেজেছে আকাশ মেঘের আড়ালে
এইতো এলো বৃষ্টি
আজ ভীষণ ইচ্ছে জাগে
হারাতে তোমার আলিঙ্গনে
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
টুপ টাপ বিন্দু জলে
দেখি তোমার লুকানো হাঁসি
চেয়ে থাকি অপলক
আঁকি শুধু তোমার ছবি
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
তুমি কি হয়েছো আজ
সেজেছো অনুরাগে অভিমানী
মৃদু হাওয়া দিচ্ছে ছোঁয়া
তোমায় কি অবিরাম
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
সেজেছে আকাশ মেঘের আড়ালে
এইতো এলো বৃষ্টি
আজ ভীষণ ইচ্ছে জাগে
হারাতে তোমার আলিঙ্গনে
Posted: Saturday, July 27, 2019
#Artist: Balam
#Album: Vol. 3 Balam
#Lyrics -
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
সেজেছে আকাশ মেঘের আড়ালে
এইতো এলো বৃষ্টি
আজ ভীষণ ইচ্ছে জাগে
হারাতে তোমার আলিঙ্গনে
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
টুপ টাপ বিন্দু জলে
দেখি তোমার লুকানো হাঁসি
চেয়ে থাকি অপলক
আঁকি শুধু তোমার ছবি
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
তুমি কি হয়েছো আজ
সেজেছো অনুরাগে অভিমানী
মৃদু হাওয়া দিচ্ছে ছোঁয়া
তোমায় কি অবিরাম
বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
সেজেছে আকাশ মেঘের আড়ালে
এইতো এলো বৃষ্টি
আজ ভীষণ ইচ্ছে জাগে
হারাতে তোমার আলিঙ্গনে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)