Bangla Mixed Album
স্বপ্নরানী | Shopno Rani - Nova | Lyrics
#Song: Shopno Rani
#Album: School Polatok Meye
#Band: Nova
#Lyrics -
স্বপ্নরানী... ঘুম ঘুম মালা নিয়ে
রাত জাগা পাখি হয়ে এসো
রাঁধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায় কথা দিলাম
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসির ঠোট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায় কথা দিলাম
রংধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নীলিমা রঙে কাজল এঁকে
তাঁরাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
স্বপ্নরানী... ঘুম ঘুম মালা নিয়ে
রাত জাগা পাখি হয়ে এসো
রাঁধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায় কথা দিলাম
Posted: Wednesday, July 10, 2019
#Album: School Polatok Meye
#Band: Nova
#Lyrics -
স্বপ্নরানী... ঘুম ঘুম মালা নিয়ে
রাত জাগা পাখি হয়ে এসো
রাঁধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায় কথা দিলাম
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসির ঠোট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায় কথা দিলাম
রংধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নীলিমা রঙে কাজল এঁকে
তাঁরাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
স্বপ্নরানী... ঘুম ঘুম মালা নিয়ে
রাত জাগা পাখি হয়ে এসো
রাঁধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টি ঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায় কথা দিলাম
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)