ARK | Hasan
মেয়েরা এমনই হয় | Meyera Emoni Hoy - Hasan | Lyrics
#Song: Meyera Emoni Hoy
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Taal
#Lyrics -
এমনিতো হয় এমনি হবে
অনেকে বলেছে আগেই
তুমি স্বপ্নের সীমানা ভেঙ্গে
সব কিছু ছেড়ে যাবেই
বন্ধুরা বলেছিল বারে বার
হৃদয় পথের ব্যথা আমি
না না কখনও পারবোনা সইতে
যে কষ্ট দেবে তুমি
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
প্রতিটি জীবনে একবার
সত্যিকার প্রেম আসে
স্বপ্ন সুখের বসবাস
হৃদয়ে একবারই হাসে
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
হয়তো তুমি এখন নতুন বন্ধু পেয়েছো
রঙ্গিন স্বপ্ন দেখেছো নতুন সুখে ভেসেছো
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
এমনিতো হয় এমনি হবে
অনেকে বলেছে আগেই
তুমি স্বপ্নের সীমানা ভেঙ্গে
সব কিছু ছেড়ে যাবেই
বন্ধুরা বলেছিল বারে বার
হৃদয় পথের ব্যথা আমি
না না কখনও পারবোনা সইতে
যে কষ্ট দেবে তুমি
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Taal
#Lyrics -
এমনিতো হয় এমনি হবে
অনেকে বলেছে আগেই
তুমি স্বপ্নের সীমানা ভেঙ্গে
সব কিছু ছেড়ে যাবেই
বন্ধুরা বলেছিল বারে বার
হৃদয় পথের ব্যথা আমি
না না কখনও পারবোনা সইতে
যে কষ্ট দেবে তুমি
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
প্রতিটি জীবনে একবার
সত্যিকার প্রেম আসে
স্বপ্ন সুখের বসবাস
হৃদয়ে একবারই হাসে
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
হয়তো তুমি এখন নতুন বন্ধু পেয়েছো
রঙ্গিন স্বপ্ন দেখেছো নতুন সুখে ভেসেছো
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
এমনিতো হয় এমনি হবে
অনেকে বলেছে আগেই
তুমি স্বপ্নের সীমানা ভেঙ্গে
সব কিছু ছেড়ে যাবেই
বন্ধুরা বলেছিল বারে বার
হৃদয় পথের ব্যথা আমি
না না কখনও পারবোনা সইতে
যে কষ্ট দেবে তুমি
ফিরে এসে বলো না এ সত্যি নয়
না, না সত্যি নয়, মেয়েরা এমনই হয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)