Topu

এই কি বেশী না | Ei Ki Beshi Na - Topu | Lyrics

#Song: Ei Ki Beshi Na
#Artist: Topu
#Album: Daak
#Band: Yaatri
#Lyrics -

তুমি চাও রোদ্দুর
আমি চাই আকাশ মেঘলা
খোঁজ পূর্ণিমা
বলি চাঁদ ডুবে যাক না

ছুটে চলো একা দুরে
আমার ইচ্ছে করে না
দুজনেই দুজনাকে চাই তবুও
নিজেদের আজ কেউই চাই না

মেলে না আজ কিছু মেলে না
ভালোবাসা আর বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই মিলে যায়
বসে একা ভাবি তাই
এই কি বেশী না
এই কি বেশী না
বলো এই কি বেশী না
আজ এই কি বেশী না

ঘুমন্ত শহর
তুমি আমি জেগে একলা
আমি বলি প্রেম
তুমি বলো বন্ধুত্ব এটা
গল্প চলে এগিয়ে
এইতো আছি বেশ
ভাবছিনা কেউ আজ
হলে হোক তা শেষ

মেলে না আজ কিছু মেলে না
ভালোবাসা আর বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই মিলে যায়
বসে একা ভাবি তাইএই কি বেশী না
এই কি বেশী না
বলো এই কি বেশী না
আজ এই কি বেশী না

আমি চাও রোদ্দুর
আমি চাই আকাশ মেঘলা
খুঁজি পূর্ণিমা
বলি চাঁদ ডুবে যাক না
ছুটে চলি বহুদুরে
আমার ইচ্ছে করে না
দুজনেই দুজনাকে চাই তবুও
নিজেদের আজ কেউই চাই না

Posted: Saturday, August 10, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)