BLACK
চিহ্ন | Chinho - Black | Lyrics
#Song: Chinho
#Vocal: Jon Kabir
#Album: Abar
#Band: Black
#Lyrics -
এখানেই শেষ
আমাদের সব কথা সব কিছু
বসে থেকো না এভাবে তুমি চলে যাও এখনি
দীর্ঘকাল আমি অনিদ্র আমি অসুখী
রেখে যাও একটা চিহ্ন যদি পারো
দীর্ঘকাল তুমি অনিদ্র তুমি অসুখী
পৃথিবীর সব দুঃখ যখন এই গানে
তাহলে সবাই হয়তো এখন সুখী
পৃথিবীর সব দুঃখ যখন এই গানে
তাহলে সবাই হয়তো এখন সুখী
পৃথিবীর সব দুঃখ
(এটা নিয়ে যাও তোমার সাথে, যাক না)
যখন এই গানে
(রেখে যাও চিহ্ন)
তাহলে সবাই হয়তো
(এটা নিয়ে যাও তোমার সাথে, যাক না)
এখন সুখী (রেখে যাও চিহ্ন)
Posted: Monday, September 30, 2019
#Vocal: Jon Kabir
#Album: Abar
#Band: Black
#Lyrics -
এখানেই শেষ
আমাদের সব কথা সব কিছু
বসে থেকো না এভাবে তুমি চলে যাও এখনি
দীর্ঘকাল আমি অনিদ্র আমি অসুখী
রেখে যাও একটা চিহ্ন যদি পারো
দীর্ঘকাল তুমি অনিদ্র তুমি অসুখী
পৃথিবীর সব দুঃখ যখন এই গানে
তাহলে সবাই হয়তো এখন সুখী
পৃথিবীর সব দুঃখ যখন এই গানে
তাহলে সবাই হয়তো এখন সুখী
পৃথিবীর সব দুঃখ
(এটা নিয়ে যাও তোমার সাথে, যাক না)
যখন এই গানে
(রেখে যাও চিহ্ন)
তাহলে সবাই হয়তো
(এটা নিয়ে যাও তোমার সাথে, যাক না)
এখন সুখী (রেখে যাও চিহ্ন)
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)