HABIB

বাউলা | Baula - Habib ft Kaya & Helal | Lyrics

#Song: Baula
#Artist: Kaya
#Lyric & Tune: Hason Raja 
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -

বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে

বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাউলা
বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাউলা
দেখিয়া তার রূপের ঝলক
দেখিয়া তার রূপের ঝলক
হাসন রাজা হইল বাউলা
বাউলা কে বানাইল রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে

হাসন রাজা হইসে পাগল প্রাণ বন্ধের কারনে
হাসন রাজা হইসে পাগল প্রাণ বন্ধের কারনে
বন্ধু বিনে হাসন রাজায়
বন্ধু বিনে হাসন রাজায় অন্ন নাহি পানে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে

হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে

Posted: Sunday, September 29, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)