HABIB
দেশলাই | Deshlai - Habib ft Nirjhor | Lyrics
#Song: Deshlai
#Artist: Nirjhor
#Composer: Habib
#Album: Moina Go - Habib ft
#Lyrics -
আমাকে আর পাবে না বুঝলে
আমাকে আর পাবে না
একটা দেশলাই কাঠি জ্বালাও আহা আহা আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দুরে পালাও তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
কারণ আমায় অবহেলা করেছো
আরে আমায় নিয়ে খেলা করেছো
করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা
ও আকুতি জানাও মেঘের কাছে জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে
আমাকে আর পাবে না বুঝলে
আমাকে আর পাবে না
পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ সকালে আসবে বলে তুমি
আসতে অনেক বেলা করেছো
আরে আমায় নিয়ে খেলা করেছো
করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা
ও পাখির কাছে মিনতি করো গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধরো ধান পাবে
আমাকে আর পাবে না বুঝলে
আমাকে আর পাবে না
পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
আমার সাঁপে কাটা কপালটিকে
শেষে বেহুলা হেলা করেছো
আরে আমায় নিয়ে খেলা করেছো
করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা
Posted: Thursday, September 5, 2019
#Artist: Nirjhor
#Composer: Habib
#Album: Moina Go - Habib ft
#Lyrics -
আমাকে আর পাবে না বুঝলে
আমাকে আর পাবে না
একটা দেশলাই কাঠি জ্বালাও আহা আহা আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দুরে পালাও তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
কারণ আমায় অবহেলা করেছো
আরে আমায় নিয়ে খেলা করেছো
করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা
ও আকুতি জানাও মেঘের কাছে জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে
আমাকে আর পাবে না বুঝলে
আমাকে আর পাবে না
পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ সকালে আসবে বলে তুমি
আসতে অনেক বেলা করেছো
আরে আমায় নিয়ে খেলা করেছো
করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা
ও পাখির কাছে মিনতি করো গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধরো ধান পাবে
আমাকে আর পাবে না বুঝলে
আমাকে আর পাবে না
পাবে না পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
আমার সাঁপে কাটা কপালটিকে
শেষে বেহুলা হেলা করেছো
আরে আমায় নিয়ে খেলা করেছো
করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো আহা আহা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)