BLACK
পরাহত | Porahoto - Black | Lyrics
#Song: Porahoto
#Vocal: Tahsan, Jon, Elita
#Album: Uthsober por
#Band: Black
#Lyrics -
ধূলো পড়া সেই ঘর
অদৃশ্য দেয়াল তুলে দাঁড়িয়ে
ভিজে কাঠে শ্যাওলা জমেছিলো
বাতাসের শব্দ উঠত জানালায়
তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকেছিলাম
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
ওখানে আঁধার বড় সামুদ্রিক
লোনা গন্ধ ভাসত বাতাসে
ছিলো না আলো কাছাকাছি
শুধু তোমাতেই ভরে ছিলো ঘর
তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকেছিলাম
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
Posted: Monday, September 30, 2019
#Vocal: Tahsan, Jon, Elita
#Album: Uthsober por
#Band: Black
#Lyrics -
ধূলো পড়া সেই ঘর
অদৃশ্য দেয়াল তুলে দাঁড়িয়ে
ভিজে কাঠে শ্যাওলা জমেছিলো
বাতাসের শব্দ উঠত জানালায়
তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকেছিলাম
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
ওখানে আঁধার বড় সামুদ্রিক
লোনা গন্ধ ভাসত বাতাসে
ছিলো না আলো কাছাকাছি
শুধু তোমাতেই ভরে ছিলো ঘর
তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকেছিলাম
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
আমার বলা হলো না
আমার ফেরা হলো না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)