BLACK
ধূসর | Dhushor - Black | Lyrics
#Song: Dhushor
#Vocal: Rubayet Chowdhury
#Bass: Charlz Francis
#Drums: Farhan Tanveer
#Guitar: Khademul Jahan
#Band: Black
#Lyrics -
সাদা এক কাগজে
কথাগুলো আছে লেখা
কিছু শব্দের নেই প্রয়োজন
অদৃশ্য নিস্বন
প্রতিনিয়ত খোঁজা
মানবীয় বোধ
নেই আয়োজন
কারো জানা নেই, কেউ বলেনি
কোথায় নীল রং খুঁজে দেখেনি
নির্বাক অপেক্ষায়
কিছু সময়ের রুঢ় শূন্যতা
কারো স্পর্শে প্রসন্নতা
ধূসর....
সাদা আকাশের
শান্ত মেঘেদের ভীড়ে
অনেক নীরব তৃপ্ততা
ভেবে না পাওয়া অলীক
মোহের আচ্ছন্নতায়
বারে বারে ফিরে যাই
কারো জানা নেই, কেউ বলেনি
কোথায় নীল রং খুঁজে দেখেনি
নির্বাক অপেক্ষায়
কিছু সময়ের রুঢ় শূন্যতা
কারো স্পর্শে প্রসন্নতা
ধূসর....
শেষ বিকেলের বিবর্ণ রোদে
ক্লান্তিহীনতায়
Posted: Wednesday, November 6, 2019
#Vocal: Rubayet Chowdhury
#Bass: Charlz Francis
#Drums: Farhan Tanveer
#Guitar: Khademul Jahan
#Band: Black
#Lyrics -
সাদা এক কাগজে
কথাগুলো আছে লেখা
কিছু শব্দের নেই প্রয়োজন
অদৃশ্য নিস্বন
প্রতিনিয়ত খোঁজা
মানবীয় বোধ
নেই আয়োজন
কারো জানা নেই, কেউ বলেনি
কোথায় নীল রং খুঁজে দেখেনি
নির্বাক অপেক্ষায়
কিছু সময়ের রুঢ় শূন্যতা
কারো স্পর্শে প্রসন্নতা
ধূসর....
সাদা আকাশের
শান্ত মেঘেদের ভীড়ে
অনেক নীরব তৃপ্ততা
ভেবে না পাওয়া অলীক
মোহের আচ্ছন্নতায়
বারে বারে ফিরে যাই
কারো জানা নেই, কেউ বলেনি
কোথায় নীল রং খুঁজে দেখেনি
নির্বাক অপেক্ষায়
কিছু সময়ের রুঢ় শূন্যতা
কারো স্পর্শে প্রসন্নতা
ধূসর....
শেষ বিকেলের বিবর্ণ রোদে
ক্লান্তিহীনতায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)