NACHIKETA
যখন সময় থমকে | Jokhon Shomoy Thomke - Nachiketa | Lyrics
#Song: Jokhon Shomoy Thomke Daray
#Artist: Nachiketa
#Album: Ei Besh Bhalo Achi
#Lyrics -
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন…স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এ ঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন…স্বপ্ন দেখে মন
যখন এ মনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরণ
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন…স্বপ্ন দেখে মন
Posted: Friday, November 8, 2019
#Artist: Nachiketa
#Album: Ei Besh Bhalo Achi
#Lyrics -
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন…স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এ ঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন…স্বপ্ন দেখে মন
যখন এ মনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরণ
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন…স্বপ্ন দেখে মন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)