HABIB

কৃষ্ণ | Krishno - Habib ft Kaya | Lyrics

#Song: Krishno
#Artist: Kaya
#Lyrics & Tune: Arkum Shah 
#Composer: Habib
#Album: Krishno - Habib ft Kaya
#Lyrics -

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে বাইলা ভোমরা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে বাইলা ভোমরা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা

সোয়া চন্দন ফুলের মালা
সখিগণে লইয়া আইলা
সোয়া চন্দন ফুলের মালা
সখিগণে লইয়া আইলা
কৃষ্ণ দিলায় রাধার গলে
বাসর হইল উজালা

বাসর হইল উজালা গো
বাসর হইলো উজালা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা

কৃষ্ণ দিলায় রাধার গলে
রাধায় দিলা কৃষ্ণর গলে
কৃষ্ণ দিলায় রাধার গলে
রাধায় দিলা কৃষ্ণর গলে
আনন্দে সখীগণ নাচে
দেখিয়া প্রেমের খেলা

দেখিয়া প্রেমের খেলা গো
দেখিয়া প্রেমের খেলা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা
নাচে গায় খেলে তারা
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা
নাচে গায় খেলে তারা
কুলও মানের ভয় রাখে না
ললিতও আর বিশখা

ললিতও আর বিশখা গো
ললিতা আর বিশখা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা
ময়ুর বেশেতে সাজুন রাধিকা

Posted: Friday, November 8, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)