Mixed - Band
প্রতিদিন | Protidin - Mohakaal | Lyrics
#Song: Protidin
#Album: Shopnochura-3
#Band: Mohakal
#Lyrics -
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর
সন্ধ্যা হতে যায় হারিয়ে
কাক ডাকা ভোর
অন্ধকারের আলোয়
হেটে চলা বহুদূর
মুহুর্তে যায় যে মুছে স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
মুহুর্তে যায় যে মুছে, স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর
Posted: Tuesday, January 14, 2020
#Album: Shopnochura-3
#Band: Mohakal
#Lyrics -
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর
সন্ধ্যা হতে যায় হারিয়ে
কাক ডাকা ভোর
অন্ধকারের আলোয়
হেটে চলা বহুদূর
মুহুর্তে যায় যে মুছে স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
মুহুর্তে যায় যে মুছে, স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)