Mixed Mp3 Songs
দেবী | Debi (Ei Raastagulo Lage Boro Ochena) - Adnan Ashif | Lyrics
এই রাস্তাগুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিলো চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের লেনাদেনা
সেই পুরোনো রাস্তাটায় আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসাবের বনিবনা
এখন এমনি করে ভালো কেমনি করে বাসি
অন্য কোনো পাখিকে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে
এই দুপুর রোদের ভিড়ে একটু খিদে পেলে
তোর নাম্বারটায় ফোনতো আর ঢোকেনা
তুই তো জানিস ঠিক তুই ছাড়া আমার
মুখের অমৃতটাও একা রোচেনা
মাঝরাতে তোর এসএমএস এর টোন
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না
ব্যাস্ত নগড়ে আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না
এখন এমনি শত যন্ত্রনা কেমনি করে বলি
অন্য কোনো সাথীকে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে
কত না ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মরা এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস
ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস
এখন এমনি করে পুজো কেমনি করে দিবো
অন্য কোনো দেবিকে.....
Posted: Tuesday, January 14, 2020
আকাশটার সাথে নেই জানাশোনা
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিলো চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের লেনাদেনা
সেই পুরোনো রাস্তাটায় আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসাবের বনিবনা
এখন এমনি করে ভালো কেমনি করে বাসি
অন্য কোনো পাখিকে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে
এই দুপুর রোদের ভিড়ে একটু খিদে পেলে
তোর নাম্বারটায় ফোনতো আর ঢোকেনা
তুই তো জানিস ঠিক তুই ছাড়া আমার
মুখের অমৃতটাও একা রোচেনা
মাঝরাতে তোর এসএমএস এর টোন
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না
ব্যাস্ত নগড়ে আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না
এখন এমনি শত যন্ত্রনা কেমনি করে বলি
অন্য কোনো সাথীকে
তার চেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে
কত না ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মরা এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস
ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস
এখন এমনি করে পুজো কেমনি করে দিবো
অন্য কোনো দেবিকে.....
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)