ARTCELL

সহসা ডুবে গেলে | Shohosha Dube Gele | Lyrics

**[গানটি আর্টসেলের না, মেঘবালিকা এ্যালবামের একটি গান যেখানে লিংকন'দা সহকন্ঠ দিয়েছে]**

তোমার উল্লাসিত জীবনের বাহুটায়
সময় মতো যেন আলোকিত মঞ্চে
অসীম উচ্চতা আছে তোমার আড়ালে
সেথায় মুক্ত তোমার সব খেল
সহসা ডুবে গেলে চাঁদ
তোমার পুরোটা আধার
আকাশ গিয়ে বেলা বেগ
তোমায় কাঁদাবে এবার
পাবেনা পথ হারাবার

হটাৎ চমকে উঠো বিবেকের প্রশ্নে
তোমার মুক্তি যেন নেমে হয় ভঙ্গুর
স্মৃতির অন্ধকারে ডুবেছিল তোমার লালসা
সেথায় সুপ্ত ছিল অপরাধটুকু
সহসা ডুবে গেলে চাঁদ
তোমায় জড়ালো আধার
আকাশ চিড়ে ফোটা মেঘ
তোমায় দিল হাহাকার
তুমি যে কাঁদবে এবার

স্মৃতির ঝাপটাগুলো
আজ তোমায় কাঁদালো
বৃত্তটা তোমায় সাজালো
চেতনার রোদ্র খড়ে
স্তবতার তীর্থ হবে
তোমাকে বন্দী করে দিলো

সহসা ডুবে গেলে চাঁদ
তোমার পুরোটা আধার
আকাশ গিয়ে বেলা বেগ
তোমায় কাঁদাবে এবার
পাবেন পথ হারাবার

আকাশ চিড়ে ফোটা মেঘ
তোমায় দিল হাহাকার
তুমি যে কাঁদবে এবার

Posted: Friday, January 3, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)