ARTCELL
সহসা ডুবে গেলে | Shohosha Dube Gele | Lyrics
**[গানটি আর্টসেলের না, মেঘবালিকা এ্যালবামের একটি গান যেখানে লিংকন'দা সহকন্ঠ দিয়েছে]**
তোমার উল্লাসিত জীবনের বাহুটায়
সময় মতো যেন আলোকিত মঞ্চে
অসীম উচ্চতা আছে তোমার আড়ালে
সেথায় মুক্ত তোমার সব খেল
সহসা ডুবে গেলে চাঁদ
তোমার পুরোটা আধার
আকাশ গিয়ে বেলা বেগ
তোমায় কাঁদাবে এবার
পাবেনা পথ হারাবার
হটাৎ চমকে উঠো বিবেকের প্রশ্নে
তোমার মুক্তি যেন নেমে হয় ভঙ্গুর
স্মৃতির অন্ধকারে ডুবেছিল তোমার লালসা
সেথায় সুপ্ত ছিল অপরাধটুকু
সহসা ডুবে গেলে চাঁদ
তোমায় জড়ালো আধার
আকাশ চিড়ে ফোটা মেঘ
তোমায় দিল হাহাকার
তুমি যে কাঁদবে এবার
স্মৃতির ঝাপটাগুলো
আজ তোমায় কাঁদালো
বৃত্তটা তোমায় সাজালো
চেতনার রোদ্র খড়ে
স্তবতার তীর্থ হবে
তোমাকে বন্দী করে দিলো
সহসা ডুবে গেলে চাঁদ
তোমার পুরোটা আধার
আকাশ গিয়ে বেলা বেগ
তোমায় কাঁদাবে এবার
পাবেন পথ হারাবার
আকাশ চিড়ে ফোটা মেঘ
তোমায় দিল হাহাকার
তুমি যে কাঁদবে এবার
Posted: Friday, January 3, 2020
তোমার উল্লাসিত জীবনের বাহুটায়
সময় মতো যেন আলোকিত মঞ্চে
অসীম উচ্চতা আছে তোমার আড়ালে
সেথায় মুক্ত তোমার সব খেল
সহসা ডুবে গেলে চাঁদ
তোমার পুরোটা আধার
আকাশ গিয়ে বেলা বেগ
তোমায় কাঁদাবে এবার
পাবেনা পথ হারাবার
হটাৎ চমকে উঠো বিবেকের প্রশ্নে
তোমার মুক্তি যেন নেমে হয় ভঙ্গুর
স্মৃতির অন্ধকারে ডুবেছিল তোমার লালসা
সেথায় সুপ্ত ছিল অপরাধটুকু
সহসা ডুবে গেলে চাঁদ
তোমায় জড়ালো আধার
আকাশ চিড়ে ফোটা মেঘ
তোমায় দিল হাহাকার
তুমি যে কাঁদবে এবার
স্মৃতির ঝাপটাগুলো
আজ তোমায় কাঁদালো
বৃত্তটা তোমায় সাজালো
চেতনার রোদ্র খড়ে
স্তবতার তীর্থ হবে
তোমাকে বন্দী করে দিলো
সহসা ডুবে গেলে চাঁদ
তোমার পুরোটা আধার
আকাশ গিয়ে বেলা বেগ
তোমায় কাঁদাবে এবার
পাবেন পথ হারাবার
আকাশ চিড়ে ফোটা মেঘ
তোমায় দিল হাহাকার
তুমি যে কাঁদবে এবার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)