James
কিছুটা আশা | Kichuta Asha - James | Lyrics
#Song: Kichuta Asha
#Artist: James
#Album: Nirobota
#Lyrics -
কিছুটা আশা তুমি রেখো যতন করে
কিছুটা স্বপন তুমি রেখো মুঠো ভরে
যার ভরসায় আবার নতুন করে
জীবন শুরু করা যায়
কিছুটা আশা তুমি রেখো যতন করে
কিছুটা স্বপন তুমি রেখো মুঠো ভরে
ফেলে আসা জীবনের এক ফালি রোদ
হতে পারে তোমার আকাশেতে মেঘ
যার ভরসায় আবার নতুন করে
জীবন শুরু করা যায়
কিছুটা আশা তুমি রেখ যতন করে
কিছুটা স্বপন তুমি রেখ মুঠো ভরে
স্মৃতির বুকে বেদনার কান্না ভেজা রাত
দিতে পারে তোমায় সুখ শতবার
যার ভরসায় আবার নতুন করে
জীবন শুরু করা যায়
কিছুটা আশা তুমি রেখ যতন করে
কিছুটা স্বপন তুমি রেখ মুঠো ভরে
Posted: Friday, February 7, 2020
#Artist: James
#Album: Nirobota
#Lyrics -
কিছুটা আশা তুমি রেখো যতন করে
কিছুটা স্বপন তুমি রেখো মুঠো ভরে
যার ভরসায় আবার নতুন করে
জীবন শুরু করা যায়
কিছুটা আশা তুমি রেখো যতন করে
কিছুটা স্বপন তুমি রেখো মুঠো ভরে
ফেলে আসা জীবনের এক ফালি রোদ
হতে পারে তোমার আকাশেতে মেঘ
যার ভরসায় আবার নতুন করে
জীবন শুরু করা যায়
কিছুটা আশা তুমি রেখ যতন করে
কিছুটা স্বপন তুমি রেখ মুঠো ভরে
স্মৃতির বুকে বেদনার কান্না ভেজা রাত
দিতে পারে তোমায় সুখ শতবার
যার ভরসায় আবার নতুন করে
জীবন শুরু করা যায়
কিছুটা আশা তুমি রেখ যতন করে
কিছুটা স্বপন তুমি রেখ মুঠো ভরে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)