ARK | Hasan
আমারই এই অন্ধকার | Amari Ei Ondhokar - Hasan | Lyrics
#Song: Amari E Ondhokar
#Artist: Hasan
#Album: Bhalobasha
#Lyrics -
আমারই এ অন্ধকার
তোমারই দেওয়া এক উপহার
আমি বেঁচে আছি তোমারই প্রতীক্ষায়
নাই, তুমি নাই
শুধু আছে তোমার
রেখে যাওয়া কিছু অভিশাপ
জোনাকির আলো জ্বলে নেভে
সে আলোতে আমার ঘর পুরায় না
আমার জীবন এখন যেন ধূসর ঝরাপাতা
কিভাবে জানি কখন নেমেছে নিরবতা
নাই, তুমি নাই
শুধু আছে তোমার
রেখে যাওয়া কিছু অভিশাপ
ব্যস্ত জনপদ ঘুমিয়ে গেছে
আমার চোখে কেনো ঘুম আসে না
আমার রাত্রি এখন যেন শুধু জেগে থাকা প্রহর
পারি না পালিয়ে যেতে ছেড়ে এই স্মৃতির শহর
নাই, তুমি নাই
শুধু আছে তোমার
রেখে যাওয়া কিছু অভিশাপ
Posted: Thursday, March 5, 2020
#Artist: Hasan
#Album: Bhalobasha
#Lyrics -
আমারই এ অন্ধকার
তোমারই দেওয়া এক উপহার
আমি বেঁচে আছি তোমারই প্রতীক্ষায়
নাই, তুমি নাই
শুধু আছে তোমার
রেখে যাওয়া কিছু অভিশাপ
জোনাকির আলো জ্বলে নেভে
সে আলোতে আমার ঘর পুরায় না
আমার জীবন এখন যেন ধূসর ঝরাপাতা
কিভাবে জানি কখন নেমেছে নিরবতা
নাই, তুমি নাই
শুধু আছে তোমার
রেখে যাওয়া কিছু অভিশাপ
ব্যস্ত জনপদ ঘুমিয়ে গেছে
আমার চোখে কেনো ঘুম আসে না
আমার রাত্রি এখন যেন শুধু জেগে থাকা প্রহর
পারি না পালিয়ে যেতে ছেড়ে এই স্মৃতির শহর
নাই, তুমি নাই
শুধু আছে তোমার
রেখে যাওয়া কিছু অভিশাপ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)