ARK | Hasan
বড় অচেনা | Boro Ochena - Hasan | Lyrics
#Song: Boro Ochena
#Artist: Hasan
#Album: O Amar Prem
#Lyrics -
মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এতো
কিছু বুঝানো যায়না
তুমি কেনো এসেছিলে
কিছু অভিনয়ে কিছুটা ছলনায়
ক্ষনিকের আবেগে
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে
বড় অচেনা, বড় অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড় অচেনা, বড় অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না
যেখানে স্বপ্ন নেই নিরবতা
মন যে চায় সেখানে চলে যায়
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে
বড় অচেনা, বড় অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড় অচেনা, বড় অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না
মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এতো
কিছু বুঝানো যায়না
তুমি কেনো এসেছিলে
কিছু অভিনয়ে কিছুটা ছলনায়
ক্ষনিকের আবেগে
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে
বড় অচেনা, বড় অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড় অচেনা, বড় অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না
Posted: Tuesday, March 10, 2020
#Artist: Hasan
#Album: O Amar Prem
#Lyrics -
মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এতো
কিছু বুঝানো যায়না
তুমি কেনো এসেছিলে
কিছু অভিনয়ে কিছুটা ছলনায়
ক্ষনিকের আবেগে
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে
বড় অচেনা, বড় অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড় অচেনা, বড় অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না
যেখানে স্বপ্ন নেই নিরবতা
মন যে চায় সেখানে চলে যায়
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে
বড় অচেনা, বড় অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড় অচেনা, বড় অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না
মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এতো
কিছু বুঝানো যায়না
তুমি কেনো এসেছিলে
কিছু অভিনয়ে কিছুটা ছলনায়
ক্ষনিকের আবেগে
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে
বড় অচেনা, বড় অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড় অচেনা, বড় অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Thank you very much
ReplyDelete