ARK | Hasan
কবিতার মত চোখ | Kobitar Moto Chokh - Hasan | Lyrics
#Song: Kobitar Moto Chokh
#Artist: Hasan
#Album: Dewal
#Lyrics -
কবিতার মতো সে চোখ দুটো
এখন কোথায় তোমার
যে চোখে অপলক দৃষ্টিতে
আমায় আপ্লুত করে রাখতে
কবিতার মতো তাকিয়ে থাকা
এখন কোথায় বাঁধা পড়লো
যে দৃষ্টিতে ছিলো শুধু আবেগ
যে চোখে আমায় ভালোবাসতে
মনে পড়ে অলস প্রহর আমার
তোমারই কোমল ছোঁয়ায় প্রাণ পেতো
হঠাৎ ভাঙনের ঝড় কেন এলো?
কেন দুটি জীবন করে দিয়ে এলোমেলো
ভুলে গিয়ে অতীতের সব ভুল
যদি আবার শুরু থেকে শুরু করা যায়
কেন দুটি হৃদয়ে প্রেম আসে
কেন যে মানুষ বারেবার ভালোবাসে
Posted: Tuesday, March 10, 2020
#Artist: Hasan
#Album: Dewal
#Lyrics -
কবিতার মতো সে চোখ দুটো
এখন কোথায় তোমার
যে চোখে অপলক দৃষ্টিতে
আমায় আপ্লুত করে রাখতে
কবিতার মতো তাকিয়ে থাকা
এখন কোথায় বাঁধা পড়লো
যে দৃষ্টিতে ছিলো শুধু আবেগ
যে চোখে আমায় ভালোবাসতে
মনে পড়ে অলস প্রহর আমার
তোমারই কোমল ছোঁয়ায় প্রাণ পেতো
হঠাৎ ভাঙনের ঝড় কেন এলো?
কেন দুটি জীবন করে দিয়ে এলোমেলো
ভুলে গিয়ে অতীতের সব ভুল
যদি আবার শুরু থেকে শুরু করা যায়
কেন দুটি হৃদয়ে প্রেম আসে
কেন যে মানুষ বারেবার ভালোবাসে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)