De-illumination
পারাপার | Parapar - De illumination | Lyrics
#Song: Parapar
#Album: Onibarjo
#Band: De Illumination
#Lyrics -
নীল জোছনায় জেগে থাকা
সারা শহর আজ রাতে
হতভাগ্য জগতের শেষ আত্নারা
পরকালের তরী পাড়ি দেবে
উল্লাসের চেতনায়
তোমারই পাশে
যন্ত্রনায় জন্ম প্রায়
বিকলাঙ্গ হাসে
উত্তরণ দেহ মনের
তীব্র রোদে যাত্রা
জ্বলছে মুখে পূন্য ঘাম
পাপে কালো মুখ শক্মা
পারাপার পাপ পুন্য তার
হাহাকার পরকালের
রক্তের আগুন জ্বলছে
চন্দ্র সূর্য পশ্চিম আকাশে
মিশে গেছে কালো অন্ধ গোলকে
ইস্রাফিলের শিঙ্গার সুরে
সাত জাহান কেঁপে উঠে
বদ্ধ আকাশ রুদ্ধ কুয়াশায়
বজ্রে অগ্নি জমিন ফেটে যায়
অপেক্ষায় চল্লিশ দিবা রজনী
শেষ নেই তিনটি এক রজনী
সাত সূতা কন্টকের
হেটে পার হবে সাঁকো
প্রশ্নতে অস্বীকার
জবাবে প্রতি অঙ্গ
হাত বলে আছি
তোমার শত কর্মের স্বাক্ষী
চোখ আছে না দেখে ও
আমি সব কিছু দেখি
Posted: Thursday, April 23, 2020
#Album: Onibarjo
#Band: De Illumination
#Lyrics -
নীল জোছনায় জেগে থাকা
সারা শহর আজ রাতে
হতভাগ্য জগতের শেষ আত্নারা
পরকালের তরী পাড়ি দেবে
উল্লাসের চেতনায়
তোমারই পাশে
যন্ত্রনায় জন্ম প্রায়
বিকলাঙ্গ হাসে
উত্তরণ দেহ মনের
তীব্র রোদে যাত্রা
জ্বলছে মুখে পূন্য ঘাম
পাপে কালো মুখ শক্মা
পারাপার পাপ পুন্য তার
হাহাকার পরকালের
রক্তের আগুন জ্বলছে
চন্দ্র সূর্য পশ্চিম আকাশে
মিশে গেছে কালো অন্ধ গোলকে
ইস্রাফিলের শিঙ্গার সুরে
সাত জাহান কেঁপে উঠে
বদ্ধ আকাশ রুদ্ধ কুয়াশায়
বজ্রে অগ্নি জমিন ফেটে যায়
অপেক্ষায় চল্লিশ দিবা রজনী
শেষ নেই তিনটি এক রজনী
সাত সূতা কন্টকের
হেটে পার হবে সাঁকো
প্রশ্নতে অস্বীকার
জবাবে প্রতি অঙ্গ
হাত বলে আছি
তোমার শত কর্মের স্বাক্ষী
চোখ আছে না দেখে ও
আমি সব কিছু দেখি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)