De-illumination
সহযাত্রী | Shohojatri - De illumination | Lyrics
#Song: Shohojatri
#Album: Onibarjo
#Band: De Illumination
#Lyrics -
আছে দুঃসহ কালো রাত্রি
বিষণ্ণ গাঢ় আঁধার অপ্রতিরোধ্য বেদনায়
শুধু তুমি একা আছো যাত্রী
প্রায় থেমে যাওয়া জৗবনে নিয়তির ভরসায়
যেতে চাও দূরে চেনা জৗবন টা ফেলে
অবারিত অজানায়
আছে আমারো কালো রাত্রি
আছে মন ভেঙে দেয়া ইতিহাস
বোবা কান্না নিরাশায়
আমি হতে পারি সহযাত্রী
মোরা হতে পারি মরু বেদুঈন
জিপসি পোড় খাওয়া যাযাবর
নিয়ে যাও আমায় তোমার সঙ্গী করে
অবারিত অজানায়
যেতে চাই দূরে চেনা জৗবনটা ফেলে
অবারিত অজানায়
তুমি আর আমি-তেই বেদনা রা হারাবেই
না পাওয়া সুদিনের
আলোতেই রবো, এ পথেই যাবো
স্বপ্ন মোহনায়
স্বপ্ন মোহনায়
আছে দুঃসহ কালো রাত্রি
বিষণ্ণ গাঢ় আঁধার অপ্রতিরোধ্য বেদনায়
শুধু তুমি একা আছো যাত্রী
প্রায় থেমে যাওয়া জৗবনে নিয়তির ভরসায়
যেতে চাও দূরে
চেনা জৗবন টা ফেলে
অবারিত অজানায়
নিয়ে যাও আমায় তোমার সঙ্গী করে
অবারিত অজানায়
Posted: Thursday, April 23, 2020
#Album: Onibarjo
#Band: De Illumination
#Lyrics -
আছে দুঃসহ কালো রাত্রি
বিষণ্ণ গাঢ় আঁধার অপ্রতিরোধ্য বেদনায়
শুধু তুমি একা আছো যাত্রী
প্রায় থেমে যাওয়া জৗবনে নিয়তির ভরসায়
যেতে চাও দূরে চেনা জৗবন টা ফেলে
অবারিত অজানায়
আছে আমারো কালো রাত্রি
আছে মন ভেঙে দেয়া ইতিহাস
বোবা কান্না নিরাশায়
আমি হতে পারি সহযাত্রী
মোরা হতে পারি মরু বেদুঈন
জিপসি পোড় খাওয়া যাযাবর
নিয়ে যাও আমায় তোমার সঙ্গী করে
অবারিত অজানায়
যেতে চাই দূরে চেনা জৗবনটা ফেলে
অবারিত অজানায়
তুমি আর আমি-তেই বেদনা রা হারাবেই
না পাওয়া সুদিনের
আলোতেই রবো, এ পথেই যাবো
স্বপ্ন মোহনায়
স্বপ্ন মোহনায়
আছে দুঃসহ কালো রাত্রি
বিষণ্ণ গাঢ় আঁধার অপ্রতিরোধ্য বেদনায়
শুধু তুমি একা আছো যাত্রী
প্রায় থেমে যাওয়া জৗবনে নিয়তির ভরসায়
যেতে চাও দূরে
চেনা জৗবন টা ফেলে
অবারিত অজানায়
নিয়ে যাও আমায় তোমার সঙ্গী করে
অবারিত অজানায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)