De-illumination
স্রষ্টা | Sroshta - De illumination | Lyrics
#Song: Sroshta
#Album: Onibarjo
#Band: De Illumination
#Lyrics -
নীল আকাশের নীচে বিশাল খাচা
তৃপ্ত অতৃপ্ত অদম্য আশা
জন্ম মৃত্যু সব তার ইশারায়
অন্ধ বধির বা বঞ্চিত প্রথায়
তার ইশারায় মেঘ উড়ে যায়
রংধনু আর বৃষ্টি
ষড়ঋতুর রূপ তার সৃষ্টি
মহামারী সব মহা প্রলয়
পারে কি কেউ থামাতে তার দৃষ্টি
সে দেখে সব বোঝে সব
কে মহাবীর বা যাযাবর
ভাগ্যলেখার কলম
শোনে তার আদেশ
স্বর্গের দুয়ার নরকের আয়োজন
সব থাকবে লিখা জগতের প্রতিফলন
জীবন বিধান এ লিখা আছে তোমার তরে
বেঁছে নাও তোমারই পরিচয়
গভীর রাতের ঘুম ভেঙে নিজেকে
করি জিজ্ঞেস কে বা কি তুমি হে
মহাবিশ্বের শূন্যতায় হারিয়ে যাই
বুঝতে পারি এর জবাব তলিয়ে যায়
Posted: Thursday, April 23, 2020
#Album: Onibarjo
#Band: De Illumination
#Lyrics -
নীল আকাশের নীচে বিশাল খাচা
তৃপ্ত অতৃপ্ত অদম্য আশা
জন্ম মৃত্যু সব তার ইশারায়
অন্ধ বধির বা বঞ্চিত প্রথায়
তার ইশারায় মেঘ উড়ে যায়
রংধনু আর বৃষ্টি
ষড়ঋতুর রূপ তার সৃষ্টি
মহামারী সব মহা প্রলয়
পারে কি কেউ থামাতে তার দৃষ্টি
সে দেখে সব বোঝে সব
কে মহাবীর বা যাযাবর
ভাগ্যলেখার কলম
শোনে তার আদেশ
স্বর্গের দুয়ার নরকের আয়োজন
সব থাকবে লিখা জগতের প্রতিফলন
জীবন বিধান এ লিখা আছে তোমার তরে
বেঁছে নাও তোমারই পরিচয়
গভীর রাতের ঘুম ভেঙে নিজেকে
করি জিজ্ঞেস কে বা কি তুমি হে
মহাবিশ্বের শূন্যতায় হারিয়ে যাই
বুঝতে পারি এর জবাব তলিয়ে যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)