WARSITE
অভিশাপ | Obhishap - Warsite | Lyrics
#Song: Obhishap
#Album: Juddher Chorus
#Band: Warsite
#Lyrics -
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
যখনই স্বপ্ন ভাঙ্গে ঘুমে
দুঃস্বপ্নের অন্তরালে
আর আমায় নিয়ে যায় হতাশায়
অনেক দূরের আলো এসে
হারিয়ে যায় মরিচীকায়
কথাগুলো গান হয়ে
থেকে যায় স্মৃতির পাতায়
তোমাকে ধরতে পারিনা
তোমাকে ছাড়তে পারিনা
আর তোমার গানের
সুর হয়ে আসতে পারিনা
নিজেকে খুঁজে পাইনা ফিরে তাকাতে পারিনা
আর তোমার গানের সুর হয়ে আসতে পারিনা
নিজেকে খুঁজে পাইনা ফিরে তাকাতে পারিনা
আর গানের খাতায় নতুন করে লিখতে পারিনা
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
Posted: Thursday, April 23, 2020
#Album: Juddher Chorus
#Band: Warsite
#Lyrics -
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
যখনই স্বপ্ন ভাঙ্গে ঘুমে
দুঃস্বপ্নের অন্তরালে
আর আমায় নিয়ে যায় হতাশায়
অনেক দূরের আলো এসে
হারিয়ে যায় মরিচীকায়
কথাগুলো গান হয়ে
থেকে যায় স্মৃতির পাতায়
তোমাকে ধরতে পারিনা
তোমাকে ছাড়তে পারিনা
আর তোমার গানের
সুর হয়ে আসতে পারিনা
নিজেকে খুঁজে পাইনা ফিরে তাকাতে পারিনা
আর তোমার গানের সুর হয়ে আসতে পারিনা
নিজেকে খুঁজে পাইনা ফিরে তাকাতে পারিনা
আর গানের খাতায় নতুন করে লিখতে পারিনা
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
আমি আমার অভিশাপ
বলো কাকে দেই এই বিচার!
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)