Mixed - Band
প্রিয় অন্ধকার | Priyo Ondhokar - Conclusion | Lyrics
#Song: Priyo Ondhokar
#Album: Mohakashchari
#Band: Conclusion
#Lyrics -
তীব্র আলোর মুখোমুখি আমি
এরা কারা আমায় করে নিচ্ছে আপন
ছোঁয়ায়ে মমতা স্নেহের উষ্ণতায়
প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন
ফিরে এলাম তোমার কাছে
আমায় ছাড়া একা লাগেনি তো
আলোর জলে স্নিগ্ধ হয়ে
ভেজা আকাশের ছেঁড়া রঙে
আকাশের মিষ্টি শাসনে
বেড়ে উঠেছি ক্ষণিকেই
প্রিয় অন্ধকার, কেমন ছিলে এতদিন
ফিরে এলাম তোমার কাছে
আমায় ছাড়া একা লাগেনি তো
ছুঁয়ে গেলাম অনেক প্রাণ
আলোড়ন তুলে তাদের শরীরে
দেখলো না আমায় অনেকে
থেকে গেল দূরে
প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন
ফিরে এলাম তোমার কাছে
আমায় ছাড়া একা লাগেনি তো
প্রিয় অন্ধকার, কেমন ছিলে এতদিন
ফিরে এলাম তোমার কাছে
আমায় ছাড়া একা লাগেনি তো
Posted: Monday, May 25, 2020
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)