ARK | Hasan
ভালোবাসতে হবেই | Bhalobashte Hobei - Hasan | Lyrics
#Song: Valobashte Hobei
#Album: Ghrina
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Lyrics -
জোস্না স্নাত এই রাতে
অথবা নয় কাল প্রভাতে
হৃদয়ের দ্বার খুলে দেবে
আমাতেই বলবেই তুমি
বন্ধু আমার
তাকিয়ে দেখ এই আমি
তোমার ঘৃণা সব পরিণত ভালোবাসায়
আজ নয় কাল বলতে হবেই
অভিমান নয় কাল বলতে হবেই
অভিমান যত সব ভাঙবেই
অমাবস্যায় চাঁদ উঠলে দেখবোই,
আ হা! হা!
ভালবাসতেই হবে আমাকে
যে তোমার অবশ্যই,
ভালোবাসতে হবে আমাকেই
যে তোমার অবশ্যই
Posted: Monday, May 25, 2020
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)