Rock 505 Album
সমাধি | Shomadhi - Funeral Anthem | Lyrics
#Song: Shomadhi
#Album: Rock 505 [Mixed]
#Band: Funeral Anthem
#Lyrics -
স্বপ্ন ছিল পরলোকে
অর্জিত হবে নবজীবন
রইবে না যে জীবনেতে
করুণ আর্তি আর প্রহসন
মুক্তি পাব যে জগতে
হতে মরীচিকার বন্ধন
থাকবে না সেই ভূবনেতে
স্বত্বার বিমূর্ত
ক্ষীণ সময়ের প্রস্থানে
মৃত্যু গ্রাস করে আমাকে
ফিরে যাই এক প্রাচীন রাজপথে
কেনো আবারো
সীমা ছাড়িয়ে অস্তিত্ব কোথায়
হারিয়েছি আমি জীর্ণ ছায়ায়
ধূসর পৃথিবীর মায়াজালে
আবদ্ধ আমি সমাধিতে
ভুলতে চাই আজ আমি
বিবেকের ঘৃণ্য দহন
সব ভুলে গড়তে চাই আমি
স্বপ্নীল এক ভুবন
Posted: Wednesday, May 6, 2020
#Album: Rock 505 [Mixed]
#Band: Funeral Anthem
#Lyrics -
স্বপ্ন ছিল পরলোকে
অর্জিত হবে নবজীবন
রইবে না যে জীবনেতে
করুণ আর্তি আর প্রহসন
মুক্তি পাব যে জগতে
হতে মরীচিকার বন্ধন
থাকবে না সেই ভূবনেতে
স্বত্বার বিমূর্ত
ক্ষীণ সময়ের প্রস্থানে
মৃত্যু গ্রাস করে আমাকে
ফিরে যাই এক প্রাচীন রাজপথে
কেনো আবারো
সীমা ছাড়িয়ে অস্তিত্ব কোথায়
হারিয়েছি আমি জীর্ণ ছায়ায়
ধূসর পৃথিবীর মায়াজালে
আবদ্ধ আমি সমাধিতে
ভুলতে চাই আজ আমি
বিবেকের ঘৃণ্য দহন
সব ভুলে গড়তে চাই আমি
স্বপ্নীল এক ভুবন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)