BLACK

শব্দ | Shobdo - Black | Lyrics

#Song: Shobdo 
#Vocal: Jon
#Album: Rock 101 [Mixed]
#Band: Black
#Lyrics -

একই আকাশের নীচে বাঁচি আমরা সবাই
যদিও থাকি ভিন্ন ভিন্ন ঘরে
তবু একটাই ঘর আমাদের এই প্রান্তে

কি কারণে অন্ধ অনেক কান্না হাসি

শব্দে আমাদের সবার আমার তোমার অনুভুতি
শুনতে পারো কি তোমরা এই শব্দ
আমরা জানি এই সুর আমাদের একার নয়
তোমরাই তো মানো যে আমরা একা না

একি মঞ্চে আমরা সবাই
একি সাথে মিশে যাই

শব্দে আমাদের সবার আমার তোমার অনুভুতি
শুনতে পারো কি তোমরা এই শব্দ
আমরা জানি এই সুর আমাদের একার নয়
তোমরাই তো মানো যে আমরা একা না

Posted: Tuesday, May 5, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)