ARTCELL

কৃত্তিম মানুষ | Krittim Manush - Artcell | Lyrics

#Song: Krittim Manush
#Album: Onno Shomoy
#Band: Artcell
#Lyrics -

কালো মেঘে ঘেরা পৃথিবীতে
কৈশোর বয়সে
আমি শিখেছি নিজেকে চিনতে
অন্যের দৃষ্টিতে

যাযাবর আমি পৃথিবীতে
মানুষের রূপ ধরে
আমি দেখেছি মানুষের হাতে
গড়তে দেবতারে

অন্যায় আর অবিচারের
কালিমা বুকে নিয়ে
আকাশ এখানে মাথা তুলে
দাঁড়াতে ভুলে গেছে

সব সকাল রাতেরই মাঝে
বিলীন হয় অবশেষে
মানুষ শুধু বেঁচে থাকে
অন্য মানুষের মাঝে

বিষাক্ত বাতাস চারিদিকে
আমাকে আঁকড়ে ধরে
আছে আমার আত্মবিশ্বাস
বাস্তবতার আঘাতে
ভেঙ্গে গেছে স্বপ্নগুলো
রাতের অন্ধকারে
চারিদিকে এখন শুধু
হাহাকার শুনি

আমাকে ছেড়ে গেছে চলে
আমার অতীত স্মৃতিগুলো
আমার দেহে আছে পড়ে
অপমানের শত চিহ্ন
এখনো আমি আছি বেঁচে
যেন কৃত্রিম মানুষ হয়ে
আমার চারিধারে জ্বলছে আগুন
আমার জ্বালানো

Posted: Tuesday, May 5, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)