BLACK

স্মৃতি | Sriti - Black | Lyrics

#Song: Dhushor Sriti 
#Vocal: Tahsan 
#Album: Anushilon 
#Band: Black 
#Lyrics -

যদি ইচ্ছে করে তবে
প্রাচিন অন্ধকারে
এক শব্দের পাশে দাঁড়িয়ে
ভুলে যেতে পারো
এই মুখ, এই গানে, এই মন
তবুও মুখড় প্রতিচ্ছবি
আয়নায় প্রতিবিম্ব নেই
পলাতক হৃদয়ের নামে রাত
তোমার যাত্রা পথে কুয়াশা

তোমার চলার পথে ধূসর স্মৃতি
ফিরে আসে নির্জন রাতে
তোমার অনন্ত রাত স্বপ্ন বলে
বলে কার কাছে ছুটে যাও
ছুটে যাও...
ছুটে যাও...

যদি ইচ্ছে করে তবে, এক গানের কাছে
ফিরে নতজানু হতে পারো তবুও
স্রোতের দু'পাশে, থাকবে না কেউ
থাকবো না আমি, থাকবে না কেউ

তোমার চলার পথে ধূসর স্মৃতি
ফিরে আসে নির্জন রাতে
তোমার অনন্ত রাত স্বপ্ন দেখতে বলে
বলে কার কাছে ছুটে যাও
ছুটে যাও...
ছুটে যাও...

Posted: Tuesday, May 12, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)