ARK | Hasan
সে যেন ফেরারি | Shey Jeno Ferari - Hasan | Lyrics
#Song: She Jeno Ferari Opshori
#Artist: Hasan
#Artist: Hasan
#Album: Millennium [Mixed]
#Lyrics -
#Lyrics -
সে যেন ফেরারী অপ্সরী
সে যেন অস্পৃশ্য মায়াবী নারী
এ হৃদয় থেমে গেছে
পাবনা আর তাকে আর কোন দিন হায়
থেমে গেছে সব সুর
কেঁদে কেঁদে অসহায়
চলে গেলে
সে যেন অস্পৃশ্য মায়াবী নারী
এ হৃদয় থেমে গেছে
পাবনা আর তাকে আর কোন দিন হায়
থেমে গেছে সব সুর
কেঁদে কেঁদে অসহায়
চলে গেলে
তুমি জানোনা প্রেম বুঝনা
মন মানেনা ব্যথা দিওনা
চলে যেওনা কেন বুঝলেনা
তোমাকে ছাড়া ফিরে যাবোনা
তবু তোমারি হৃদয়ে এ হৃদয় মিশে রয়
কেনো নিরবে এ সময় এ প্রণয় ভেঙ্গে দেয়
অনেক অনেক অনেক প্রতিশ্রুতি
ও কষ্ট কষ্ট কষ্টহীন দিনগুলি
ঝলমলে ঝাড়বাতি
সবকিছু ফেলে গেলে
দিয়ে গেলে শুধু
অনন্ত আঁধার রাতি
Posted: Thursday, May 21, 2020
মন মানেনা ব্যথা দিওনা
চলে যেওনা কেন বুঝলেনা
তোমাকে ছাড়া ফিরে যাবোনা
তবু তোমারি হৃদয়ে এ হৃদয় মিশে রয়
কেনো নিরবে এ সময় এ প্রণয় ভেঙ্গে দেয়
অনেক অনেক অনেক প্রতিশ্রুতি
ও কষ্ট কষ্ট কষ্টহীন দিনগুলি
ঝলমলে ঝাড়বাতি
সবকিছু ফেলে গেলে
দিয়ে গেলে শুধু
অনন্ত আঁধার রাতি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)