Tahsan
অদৃশ্য পরজীবী | Odrissho Porojibi - Tahsan | Lyrics
#Song: Odrissho Porojibi
#Artist: Tahsan Khan
#Album: Odrissho Porojibi
#Lyrics -
গগন বিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না
প্রহসনের ধরাধামে
আমি কারো করুনার পাত্র না
নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে
মন্থর গতি আমার
আমি জানি আমি কে
কতটুকু দুর্বিষহ কতটুকু উপহার
পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে না
এমন কোনো উজ্জল প্রান
যার আদ্যোপান্ত নিষ্কলুষ
যে নেয়নি অসুরের ত্রাণ
ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ
মানব সভ্যতার ইতিহাস তাই
ইতি টানতে বাধ্য
সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমান কিসের অর্জন
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন
অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ
বদলে যাও মানবজাতি
অথবা হয়তো তুমি বিলুপ্ত
Posted: Sunday, June 14, 2020
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)