BLACK

এই গান | Ei Gaan - Black | Lyrics

#Song: Ei Gaan 
#Vocal: Jon 
#Album: Abar 
#Band: Black 
#Lyrics - 

এইদিকে এসো তুমি 
এখানে বসো আবার 
হাত দিয়ে চোখ ঢেকে 
ভাবছো কী বলো এবার 
একবার বলো তুমি কেমন আছো 

আকাশটা কেনো যে নীল 
সবই যখন তোমরাই বোঝো 
এর পরের লাইনে আমি 
কী লিখবো তোমরাই বলো 
একবার বলো তুমি কেমন আছো 

হারিয়ে সব আমি সবচেয়ে ধনী 
অবশিষ্ট সব আজ তোমারই 

হারিয়ে সব আমি সবচেয়ে ধনী 
অবশিষ্ট সব আজ তোমারই 
প্রশ্ন থাকে কী পেলাম 
কেনো কী মনে হয় আমার এই গান 
হারিয়ে সব আমি সবচেয়ে ধনী 
অবশিষ্ট সব আজ তোমারই 

এইদিকে এসো তুমি (হারিয়ে সব আমি) 
এখানে বসো আবার (সবচেয়ে ধনী) 
হাত দিয়ে চোখ ঢেকে (অবশিষ্ট সব) 
ভাবছো কী, বলো এবার (আজ তোমারই) 

Posted: Friday, July 3, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)