BLACK
অনেক জীবন | Onek Jibon - Black | Lyrics
#Song: Onek Jibon
#Vocal: Rubayet Chowdhury
#Album: Unomanush
#Band: Black
#Lyrics -
দেয়ালের কোন ঘেঁষে
শয্যা ছিলো বাঁচার
হয়তো ক্লান্তিহীন ঘুমিয়েছিতোমার স্বপ্নে অনেক জীবন
নিজের ছায়ার পাশে দাঁড়িয়ে
ভুলেছি সব অভিমান
অন্তিম এ পথ ধরে কোথায় চলেছি
ভুলে গেছি কবে শেষ দেখা
আবার পাবো না জেনেও
বহুদিন অপেক্ষায় থাকা
নিজের ছায়ার পাশে দাঁড়িয়ে
ভুলেছি সব অভিমান
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)