BLACK

একজন | Ekjon - Black | Lyrics

#Song: Ekjon 
#Vocal: Jon 
#Album: Black Studio Album 
#Band: Black 
#Lyrics - 

এসব ভেবে নির্ঘুম কাটে রাত 
উত্তর নেই কেনো এই প্রশ্নের, কেনো? 

কে আমি? 
এসব ভেবে নির্ঘুম কাটে রাত 
উত্তর নেই কেনো এই প্রশ্নের? 

তুমি খুব ভোরে এখানে এসেছো 
দেখছো ম্লান আলোয় 
অনেক মানুষ দাঁড়িয়ে নির্বাক জগতে 

দেখো পথ গেছে বেঁকে দিগন্ত অবধি 
যেখানে ঝরে চাঁদ নীল জোছনার আলো 
তুমি খুব রাতে এখানে এসেছো 
দেখছো নিয়ন আলোয় 
অনেক মানুষ ঘুমিয়ে নির্বাক জগতে 

কেনো এই প্রশ্ন? 
তুমি খুব ভোরে এখানে এসেছো 
দেখছো ম্লান আলোয় 
অনেক মানুষ দাঁড়িয়ে নির্বাক জগতে তোমার 

তুমি খুব, তুমি খুব ভোরে এখানে এসেছো 
দেখছো ম্লান আলোয় 
অনেক মানুষ দাঁড়িয়ে নির্বাক জগতে তোমার 
তুমি খুব ভোরে এখানে 

Posted: Sunday, July 19, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)