BLACK
কেনো | Keno - Black | Lyrics
#Song: Keno
#Vocal: Jon
#Album: Abar
#Band: Black
#Lyrics -
নতুন অব্দে হঠাৎ শব্দে উঠি চমকে
এভাবে ঝরে ক্ষয়ে যেতে হয় কেন?
কারা কারা এই দৃশ্যের পেছনে?
অবুঝ ঘরের মানুষ
এত কী বোঝে এই গানের?
এভাবে ঝরে ক্ষয়ে যেতে হয় কেন?
কারা কারা এই দৃশ্যের পেছনে?
যারা ঝরে গেলো
তাদের জন্য যারা জেগে থাকে
এই গান তাদের কাছে যাক
যারা ঝরে গেলো
তাদের জন্য যারা জেগে থাকে
এই গান তাদের কাছে যাক
এভাবে ঝরে ক্ষয়ে যেতে হয় কেন?
কারা কারা এই দৃশ্যের পেছনে?
এভাবে ঝরে ক্ষয়ে যেতে হয় কেন?
কারা কারা এই দৃশ্যের পেছনে?
এভাবে ঝরে ক্ষয়ে যেতে হয় কেন?
কারা কারা এই দৃশ্যের পেছনে?
এভাবে ঝরে ক্ষয়ে যেতে হয় কেন?
কারা কারা এই দৃশ্যের পেছনে?
Posted: Sunday, July 19, 2020
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)