Arijit Singh

নাম না জানা পাখি | Naam Na Jana Pakhi - Lyrics

#Song: Naam Na Jana Pakhi 
#Artist: Arijit Singh, Shreya Ghoshal 
#Movie: Ka Kha Ga Gha 
#Lyrics

আজ এক নাম না জানা কোনো পাখি 
ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো 
আজ এলো কোন অজানা বিকেল 
গান দিলো গোধূলী এক মুঠো 

তুমি যাবে কি, বলো যাবে কি 
দেখো ডাকছে ডাকলো কেউ 
তুমি পাবে কি, পা-পাবে কি 
সামনে বেপরোয়া ঢেউ 

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই 
যদি যাই ভেসে এমনি ভেসে যাই 

আজ এক নাম না জানা কোনো হাওয়া 
চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলো 
টুপটাপ বৃষ্টি ফোঁটা গেলো থেমে 
ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো 

তুমি যাবে কি, বলো যাবে কি 
দেখো ডাকছে ডাকলো কেউ 
তুমি পাবে কি, পা-পাবে কি 
সামনে বেপরোয়া ঢেউ 

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই 
যদি যাই ভেসে এমনি ভেসে যাই 

আজ যদি গল্প হয় 
চুপচাপ রূপকথার 
লাল নীল কমলা রোদ ক্যানভাসে 
আজ যদি বৃষ্টি হয় 
যেন প্রানপনে ভিজবো খুব 
রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি 

তুমি যাবে কি, বলো যাবে কি 
দেখো ডাকছে ডাকলো কেউ 
তুমি পাবে কি, পা-পাবে কি 
সামনে বেপরোয়া ঢেউ 

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই 
যদি যাই ভেসে এমনি ভেসে যাই

Posted: Sunday, September 20, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)